
নীলফামারীর জলঢাকায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ মে) উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক বাংলাদেশ এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নীলফামারী জেলা উপ পরিচালক জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন,প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তাবৃন্দ। এর আগে প্রধান অতিথি মেলার উদ্বোধন ও ষ্টল পরিদর্শন করেন। এদিকে মেলায় ৩০ টি ষ্টলে কৃষি সামগ্রী ও উৎপাদিত পন্য নিয়ে আসেন কৃষকেরা। সভায় বক্তারা কৃষি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন