
ফেনীর এসপি বাজার পরিদর্শন
ফেনী প্রতিনিধি
বুধবার পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে শহরে বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে মানুষের ভিড়। সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী শহরের বিভিন্ন বিপণী বিতান পরিদর্শন করেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
এই সময় পুলিশ সুপার বিভিন্ন বিপণী বিতানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ও বিপণী বিতানে আগত ক্রেতা ,বিক্রেতা ও সাধারণ মানুষদের সাথে কথা বলেন।
এই সময় পুলিশ সুপার বলেন নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে সদা তৎপর রয়েছে জেলা পুলিশ ফেনী।
এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) নোবেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী সহ অফিসার ইনচার্জ সদর মডেল থানা,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) সহ ব্যাবসায়িক নেতৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।