ডার্ক মোড
Saturday, 22 March 2025
ePaper   
Logo
জামালপুরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক-৩

জামালপুরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক-৩

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ২০ মার্চ রাতে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
মনিরাজপুর ছোটগড় এলাকায় জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইটি গাড়ির ভিতরে থাকা ৯টি বস্তা থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

এ সময় মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪), পাঠুনিপাড়া গ্রামের সোহরাবের ছেলে হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে মেলান্দহ থানায় একটি চুরির মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন