
শ্রীপুরে ড্রেনের নোংরা পানিতে বিপর্যস্ত পরিবার, যাতায়াতে ভোগান্তি শিক্ষার্থীসহ পথচারীর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় বসতবাড়ির পাশেই প্রতিবেশীদের ড্রেনের নোংরা পানি ফেলার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন মোছাঃ রোকেয়া আক্তার (৪৭) ও তার পরিবার। শুধু জমি নষ্ট হওয়া নয়, এই ময়লা পানির কারণে বাড়ির বিল্ডিং ফাটল ধরে ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়াও রাস্তায় ময়লা পানির কারণে শিক্ষার্থী ও পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।
রফিকুল ইসলাম, মাজেদা খাতুন, শহীদুল্লাহ প্রধান এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন দীর্ঘদিন ধরে রোকেয়া আক্তারের বাড়ির পূর্ব পাশ ও পেছনে তাদের বাড়ির নোংরা পানির ড্রেনের সংযোগ দিয়েছেন। ফলে এলাকাটি দুর্গন্ধময় হয়ে পড়েছে, যা বসবাসের অনুপযোগী করে তুলেছে। ভাড়াটিয়ারাও বাসা ছেড়ে চলে যাচ্ছেন, ফলে পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রোকেয়া আক্তার জানান, ড্রেনের নোংরা পানি বন্ধ করার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের জন্য তেড়ে আসেন। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন।
ভুক্তভোগী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তার পরিবার নিরাপদে বসবাস করতে পারে এবং দুর্ভোগের অবসান ঘটে।
এ বিষয়ে অভিযুক্তরা স্বীকার করলেও সমাধানে কোন ব্যবস্থা নেয়নি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের সমস্যা চলছে, যা দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার জানান, অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করেছি। সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছি।এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।