ডার্ক মোড
Saturday, 22 March 2025
ePaper   
Logo
ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামায়াতে ইসলামী ।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন, সেক্রেটারী মো. জহিরুল হক।

এসময় বক্তরা বলেন, যুদ্ধ বিরতি বন্ধ থাকার পরেও পবিত্র রমজানের মধ্যে ফিলিস্তিনের ঘুমন্ত মুসলমানদের উপরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে যুদ্ধ বিরতি ভঙ্গের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য মুসলিম বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়।

সারা মুসলিম বিশ্ব থেকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান তারা। এসময় জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধের দাবী জানানো হয়।

একই দাবীতে পিরোজপুরে শুক্রবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ। এছাড়া জেলার নেছারাবাদ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়তে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন