ডার্ক মোড
Saturday, 22 March 2025
ePaper   
Logo
ফিলিস্তিন ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিন ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁর পত্নীতলায় তাওহীদি মুসলিম জনতা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ আদায় শেষে উপজেলা ওলামা মাশায়েখ ছাত্র ও তাওহীদি মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলী বর্বরতা ও ভারতের নাগপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, 'সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে।'

তিনি আরো বলেন, 'ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না—এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।'

বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি মনিরুল ইসলাম, আলহেরা পাড়া আল-আকাবা জামে মসজিদের খতিব মাও. রবিউল হক, নজিপুর-সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাও. মোখলেছুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, 'ভারতের হিন্দু মৌলবাদী বিজেপি দাঙ্গাবাজ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর নানামুখী অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভারতের শ্রেষ্ঠ সুশাসক সম্রাট আওরঙ্গজেবের মাজার ভাঙার চক্রান্ত চলছে। মন্দির অনুসন্ধানে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভাঙছে। বিশ্বের মানবতাবাদীদের ভারতীয় উগ্রবাদীদের মুসলিম নিদর্শনসমূহ ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।'

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন