ডার্ক মোড
Monday, 19 May 2025
ePaper   
Logo
প্রেস কাউন্সিল চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম :সাংবাদিক সুরক্ষা আইন করার চেষ্টা চলছে  বরিশালে  সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায়

প্রেস কাউন্সিল চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম :সাংবাদিক সুরক্ষা আইন করার চেষ্টা চলছে বরিশালে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায়

 বরিশাল ব্যুরো
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন. মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।
যারা এই পেশায় রয়েছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গায় থেকে কাজ করতে হবে। একজন সাংবাদিকের যে অনেক ডিগ্রি থাকতে হবে তা না, সাংবাদিকদের জানতে হবে, পড়তে হবে।
জানতে হলে এখন গুগলে গিয়েও পড়া যায়। আমরা সাংবাদিক সুরক্ষা আইন করার চেষ্টা করছি। এটা মনে করছি দ্রুত হয়ে যাবে। আইনজীবীদের ন্যায় সাংবাদিকদের সনদের আওতায় আনা হবে এ নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
বিচারপতি একেএম আব্দুল হাকিম আজ রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ পরিবেশন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়েদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক তথ্য কার্যালয়ের র উপপ্রধান তথ্য অফিসার মোসা. আফরোজা নাইস।
কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ সচিব) মো. আব্দুস সবুর।
কর্মশালায় বরিশালের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে তাঁদের সনদ বিতরণ করা হয়।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন