ডার্ক মোড
Monday, 19 May 2025
ePaper   
Logo
আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
 
ফেনীর সোনাগাজীতে সনাতনী হিন্দুধর্মালম্বীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা জাফর উল্লাহ নয়নের (৪৮) বিরুদ্ধে। সে সোনাগাজী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরছান্দিয়া গ্রামের বড় বাড়ির মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ।
অভিযোগ সূত্রে জানা যায়, চরছান্দিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের মালিকীয় জমি চরছান্দিয়া মৌজায় ২ দাগে ১৭ ডিং ও ৯ ডিং জায়গা দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিল আওয়ামীলীগ নেতা নয়ন। গত ১৪ই মে উত্তম তার মালিকিয় জায়গায় কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে বিতাড়িত করে। উত্তম প্রাণ ভয়ে বাড়ী থেকে পালিয়ে বেড়াচেছন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
উত্তম দাস বলেন, আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে এই জায়গা সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করে । যদিও সে কোন দলিলপত্র দেখাতে পারেনি। জমির কাছে আসলে আমাকে হত্যার হুমকি দেয়। গত ১৩ মে নয়ন ও তার ভাই আবদুল হালিম আমার উপর দেশীয় অস্ত্র (দা-চুরি) দিয়ে হামলা করে।
স্থানীয় মোমিনুল হক জানায়, উত্তমের পৈত্তিক সম্পতি জোরপূর্বক দখল করে রেখেছে নয়ন।  এলাকার আওয়ামীলীগ নেতা হওয়ায় ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পেতো না। সে দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি ধমকি দিয়ে মানুষের জায়গা জমি জবরদখল করতো। আরেক প্রতিবেশী আবদুল মান্নান বলেন, উষা দাস জীবিত অবস্থায় নয়ন ও তার পিতা মোস্তাফিজুর রহমানের কাছে জমি উদ্ধারের চেষ্টা করেন, ব্যর্থ হয়ে স্থানীয় মসজিদের মুসল্লিদের সামনে টাকা দিয়ে  খরিদ করার প্রস্তাব দেন। ক্ষমতা দেখিয়ে তিনি তা করেননি। 
নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী জানান, বিগত সরকারের সময়ে নয়নের আরেক সহযোগী আওয়ামীলীগ নেতা রফিকের সহযোগিতায় ও রফিকের ভগ্নিপতি এক বিচারকের প্রভাব খাটিয়ে এলাকায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।
বর্তমানে নয়ন জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতার উপর হামলা মামলায় বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন