ডার্ক মোড
Monday, 19 May 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

গোপালগঞ্জ প্রতিনিধি
 
গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মো. নজরুল মোল্যা (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৮ মে) সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল একই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম নজরুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত ঘর তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই নজরুলকে আটক করা হয়।
 
গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
 
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, নজরুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন