
শিবগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে নেটজ বাংলাদের অর্থায়নে ও এনজিও পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) বিকেল ৪টায় ঘটিকায় শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম সভাপ্রধান হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
পল্লীশ্রী’র হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতির সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় নারী ও কণ্যাদের সুরক্ষা নিশ্চিতকরণ, মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার পথে সম্ভব্য ঝুঁকি প্রতিরোধ, বিদ্যালয় পর্যায়ে দেশীয় সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টি, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয় পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন ও অভিযোগ বক্স স্থাপন, বিদ্যালয় পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও সিএসও সদস্যদের করণীয় এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও তা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান আলী, বগুড়া জেলা সিএসও'র কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রবি, শিক্ষক মেজবাউল আলম, নুরে সাকিলা জাহান, মাসুদা আক্তার, মাহমুদুল হাসান, আব্দুল লতিফ, জাকির হোসেন সাজু, আশরাফুল ইসলাম, সুজল সরকার, মিজানুর রহমান, ইউনিয়ন সিএসও'র তমা, শাকিল শেখ, আরাফাত, জিন্নাহ,সুলতান, বৃষ্টি, বিথী, মনোয়ারা, নাহিদ, শিক্ষার্থী তুবা, সুবর্না, সাদিয়া, উম্মে আছিয়া, শাওন, সাদ প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন