ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা নির্ভীক মোড়ক উন্মোচন

প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা নির্ভীক মোড়ক উন্মোচন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের নতুন স্মরণিকা নির্ভীক প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে ধানমন্ডিতে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক যুগপূর্তি উপলক্ষে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ স্মরণিকাটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন কালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। এ সময় প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকা ‘নির্ভীক’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন