ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
পূর্ব ইউরোপ-সিআইএসের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

পূর্ব ইউরোপ-সিআইএসের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

পূর্ব ইউরোপ ও সিআইএসের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব দূতদের অর্থনৈতিক কূটনীতি, বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা এবং কর্মীদের কনস্যুলার পরিষেবা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) পূর্ব ইউরোপ ও সিআইএসের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার্চুয়াল বৈঠকে অর্থনৈতিক কূটনীতি, প্রবাসী বাংলাদেশি ও কর্মীদের কল্যাণ, শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এবং কর্মসংস্থানের মতো চ্যালেঞ্জের ওপর আলোকপাত করা হয়। জসীম উদ্দিন কনস্যুলার পরিষেবার গুরুত্বের ওপর জোর দেন এবং দূতাবাসের কর্মকর্তাদের এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেন।

সর্বোপরি, পররাষ্ট্র সচিব অর্থনৈতিক কূটনীতি বাড়ানো, কাজের সুযোগ সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দূতদের যার যার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন