মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় যারা জুতার মালা পড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতরা সবাই দুষ্কৃতকারী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতকারী সব জায়গাতেই আছে, তারাই এসব করছে। যারা মুক্তিযুদ্ধকে হেনস্তা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ জন গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন