পটুয়াখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলা কৃষি অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম সয়াবিন, মুগ, মসুর, ফেলন, পিয়াজ ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
২০ নভেম্বর (বুধবার) সকালে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার ইফতাফ আরা জামান উর্মী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৮২২০ জন উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ, মসুর, খেসারি, সহ বিভিন্ন প্রজাতির বীজ ও প্রয়োজনীয় পরিমাণ সার বিতরণ করেন।