
নওগাঁয় লিজকৃত আন্দাসুরা বিলে পুকুর খননের প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন
এম রেজাউল ইসলাম, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর,শীত মৌসুমে অতিথি পাখির অভায়াশ্রম আন্দাসুরা বিলের লিজকৃত জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীরা।
বুধবার( ২০মে) বিকাল ৫ টার দিকে স্থানীয় এলাকাবাসী ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, নওগাঁ মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের চাকদহ (চৌয়াপুর) দুর্গাপুর ও খাগড়াসহ অন্তত ১০টি গ্রামের মৎস্যজীবীরা আন্দাসুরা বিলে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন।
ইজারা নীতিমালা ভঙ্গ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার ইজারাদার ফিরোজ তার ম্যানেজার ভূমিদস্য রিংকু আন্দাসুরা বিল লিজ নিয়ে পুকুর খননের মহোৎসব চালাচ্ছে ।
সম্প্রতি ওই বিলের ১০ একর (৩০বিঘা) জমি দখল করে সেখানে ছোট-বড় পুকুর খনন করেছেন ফিরোজ তার ম্যানেজার রিংকু নামের দুই ব্যক্তি।
এর ফলে বিলের মাছ চাষে ব্যাপক বাধাগ্রস্ত হবে এবং কয়েকটি গ্রামের মৎস্যজীবীরা আগামীতে আর মাছ শিকার করতে পারবেন না এমনটা তারা জানান।
তারা আরও জানান পুকুর খননের কারণে ওই বিলের কয়েকশ বিঘা জমির মাছ ধরা বা শিকার করা ব্যাহত হবে।
মানববন্ধনে ভারশোঁ ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মান্দা উপজেলার যুব দলের সাবেক সভাপতি সিদ্দিক হোসেন, সহসভাপতি আলাউদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহ আলম মিয়া বলেন, আন্দাসুরা বিলের জমির শ্রেণি পরিবর্তন ও পুকুর খনন নিজের শর্ত ভঙ্গের শামিল। কোনো প্রকার প্রশাসনিক অনুমোদন ছাড়া যেখাইে পুকুর খননের খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য মৎস্যজীবী ও এলাকাবাসীর দাবি আন্দাসুরা বিলে অবৈধ পুকুর খনন বন্ধ করতে হবে না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ইজারাদার ফিরোজ ও ভূমিদস্য রিংকুর বিরুদ্ধে কঠর হুশিয়ারী দেন তারা।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন