ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
রেডবার্ডের মালিকানায় যাচ্ছে যুক্তরাজ্যের টেলিগ্রাফ

রেডবার্ডের মালিকানায় যাচ্ছে যুক্তরাজ্যের টেলিগ্রাফ

বিশ্বসংবাদ ডেস্ক

দুই বছর মালিকানাবিহীন থাকা ‘ডেইলি টেলিগ্রাফ’ ও ‘সানডে টেলিগ্রাফ’ কিনে নেওয়ার চুক্তিতে রাজি হয়েছে মার্কিন বিনিয়োগ কোম্পানি ‘রেডবার্ড’।

বিবিসি বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য শেখ মনসুর বিন জায়েদ সুলতান আল-নাহিয়ানের হাতে সংবাদমাধ্যমটির যে শেয়ার রয়েছে, তা ‘রেডবার্ড ক্যাপিটাল’ কিনে নেবে।

শেখ মনসুর এর আগে সেটি কিনতে অর্থের যোগান দিয়েছিলেন। কিন্তু যুক্তরাজ্যের আগে

ওই আইনে বিদেশি কোনো সরকারের কাছে ব্রিটিশ সংবাদপত্র বা সাময়িকী বিক্রির সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

রেডবার্ডের সঙ্গে নতুন যে চুক্তি হতে যাচ্ছে, তাতেও ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন প্রয়োজন পড়বে।

ডেইলি টেলিগ্রাফ, সানডে টেলিগ্রাফ ও ‘স্পেকটেটর’ সাময়িকী নিলামে তোলে লয়েডস ব্যাংক, যারা বকেয়া না পেয়ে ‘বার্কলে’ পরিবার থেকে এসব সম্পত্তি জব্দ করেছিল।

র সরকার একটি আইন করে সেই চেষ্টা আটকে দেয়।

ওই সময় নিলাম প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশায় রেডবার্ড ও শেখ মনসুরের আইএমআই ‘কনসোর্টিয়াম’ করে বার্কলে ভাইদের সব ঋণ পরিশোধ করে দিয়েছিল। কিন্তু তাদের সেই ‘সাহসী’ পদক্ষেপ শেষমেশ সফল হয়নি।

ওই কনসোর্টিয়ামের প্রায় পুরো অর্থই ছিল আইএমআইয়ের। কিন্তু তারা সরকারের হস্তক্ষেপের মুখে পড়ে এবং সিংহভাগ মালিকানা নিতে ব্যর্থ হয়।

ধারণা করা হচ্ছে, দুই পত্রিকায় আইএমআইয়ের শেয়ার ১৫ শতাংশেরও কম।

‘স্পেকটেটর’ সাময়িকীটি গত বছর ১০ কোটি পাউন্ডে কিনে নেন ধনকুবের পল মার্শাল।

বিবিসি বলছে, সেটি বিক্রির ফলে রেডবার্ড ও আইএমআই তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবে।

এছাড়া টেলিগ্রাফ কর্মীরা দুই বছর ধরে যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারও অবসান ঘটবে।

রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল বিবিসিকে বলেন, তিনি যুক্তরাষ্ট্রে টেলিগ্রাফের প্রচার ও গ্রাহক বাড়ানোর পরিকল্পনা করছেন। কারণ তিনি বিশ্বাস করেন, বাজারে এক ধরনের শূন্যতা রয়েছে।

রেডবার্ড ক্যাপিটালের বড় বিনিয়োগের মধ্যে ইতালির ফুটবল দল এসি মিলান রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন