ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
কলাপাড়ায় শ্রমিকদল নেতাকে ৭ দিনের কারাদণ্ড

কলাপাড়ায় শ্রমিকদল নেতাকে ৭ দিনের কারাদণ্ড

 

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় সিকদার বুটিকস্ হাউজের  সামনে ইতোপূর্বে উচ্ছেদকৃত সরকারি খাস জায়গা পুনরায় দখল করে স্থাপনা তোলার দায়ে শ্রমিকদল নেতা সোহেল দেওয়ানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
 
উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল দেওয়ানকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। তবে জরিমানার অর্থ জমা দেওয়ায় দুই দিনের দণ্ড মওকুফ করা হয়েছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন