ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত

গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত

 
 গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
গোপালগঞ্জে দ্বিতীয় ধাপে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।  
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোসনা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, পুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপকারভোগী পরিবার ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল ইসলাম।
 
স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা নির্ধারিত দামে টিসিবি’র পণ্য সহজেই সংগ্রহ করতে পারবেন। এতে করে নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণ এবং নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা সহজতর হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন