ডার্ক মোড
Saturday, 24 May 2025
ePaper   
Logo
মুকসুদপুরে সিএসএস এর প্রতিষ্ঠাতা পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

মুকসুদপুরে সিএসএস এর প্রতিষ্ঠাতা পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

কাজী ওহিদ- মুকসুদপুর (গোপালগঞ্জ)


মুকসুদপুরে সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বেসরকারি এনজিও সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর মৃত্যু বার্ষিকীতে নিজ শাখা কার্যালয়ে  তাঁর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সকাল  ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত এমএফপি উপকার ভোগী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। 

চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: জিহাদুল ইসলাম।

সিএসএস এর মুকসুদপুর উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ জানান, সারাদেশের ন্যায় সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় এমএফপি উপকার ভোগী মা ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র সেবা প্রদান করা হয়েছে। এ সময় চিকিৎসা নিতে আসা ১০০ জন রোগীর মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন