
জলঢাকায় জামায়াতের অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত
নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনর বাচাইকৃত কর্মীদের নিয়ে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপি জলঢাকা হাই স্কুলের হল রুমে উপজেলার ১৩৫ জন বাছাইকৃত কর্মী উপস্থিত ছিলেন।জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অসংখ্য কর্মীর মধ্য থেকে সর্বোচ্চ মানের কিছু কর্মী বাচাইকৃত করা হয়েছে,বাছাইকৃত কর্মীদের কোন ঋণ থাকা যাবে না, স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে এবং উচ্চমানের নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তিনি আরো বলেন সূরা তাওবার ২৪ নং আয়াতের আলোচনার আলোকে সবকিছুর চেয়ে ইসলামী আন্দোলনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,জামায়াতের নীলফামারী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম,নীলফামারী জেলা শাখার সহকারি সেক্রেটার অধ্যাপক আনারুল ইসলাম ও সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম,জেলা শুরা সদস্য ও জলঢাকা উপজেলা মাটি ও মানুষের নেতা জলঢাকা আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী
মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।জলঢাকা উপজেলা নায়েবে আমীর কামারুজ্জামান,শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্যবৃন্দ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন