ডার্ক মোড
Wednesday, 27 November 2024
ePaper   
Logo
গোপালগঞ্জে সড়কের ওপর মালামাল আনলোডে তীব্র যানজটের সৃষ্টি

গোপালগঞ্জে সড়কের ওপর মালামাল আনলোডে তীব্র যানজটের সৃষ্টি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল বোঝাই কভার্ড ভ্যান গুলো আইনের তোয়াক্কা না করে যত্রতত্রভাবে আনলোড করায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বঙ্গবন্ধু সড়কের ওই স্থানটিতে বামে বড় বাঁক এবং ডানে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর ব্রীজ রয়েছে। ব্রিজের উপর থেকে নিচ পর্যন্ত গড়ে উঠেছে অবৈধ মাহেন্দ্র স্ট্যান্ড। তাছাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানগুলো সড়কের অধিকাংশ জায়গা দখল করে যখন মালামাল আনলোড করে তখন কভার্ড ভ্যানের আড়ালে বিপরীত দিক থেকে আগত যানবাহনগুলো দেখা যায় না।

ফলে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। এছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপর তলায় রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, পাশেই রয়েছে যুগশিখা স্কুল ও ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যানজট এড়াতে জেলা প্রশাসন কর্তৃক দিনের বেলায় ব্যস্ততম এই সড়কে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে সড়কের ওপরেই নিয়মিত মালামাল আনলোড হচ্ছে। এতে এক দিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা।

নিয়মিত ভাবে বঙ্গবন্ধু সড়ক ব্যবহারকারী একাধিক যাত্রী ও সাধারণ জনগণের সাথে এ বিষয়ে কথা হলে তারা বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাই মূলত এখানে যানজটের মূল কারণ। যদি তারা ট্রাকগুলো পৌর টার্মিনালে বা নিরিবিলি কোন স্থানে পার্কিং করে মালামালগুলো আনলোড করে ভ্যানে করে এখানে নিয়ে আসে তাহলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে এড়ানে সম্ভব। সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একদিকে যেমন মালামাল আনলোড হয়। আবার যাত্রী পাওয়ার আশায় অটোরিকশা ও ভ্যান সড়কের ওপর যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা।

এছাড়াও বড় বাজারের পাশে অবৈধ অটোস্ট্যান্ড এবং মাহিন্দ্রা স্ট্যান্ড গড়ে ওঠায় স্কুল-কলেজ, অফিস- আদালতে যাওয়ার সময় তীব্র যানজটে পড়ে আমাদের ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া টেকেরহাট - গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা নিরসনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত প্রকল্পের আওতায় প্রায় ৬'শত কোটি টাকা ব্যয়ে টেকেরহাট থেকে ঘোনাপাড়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের এ কাজ সম্পন্ন হলে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচলের সংখ্যা আরো বেড়ে যাবে। তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সহিত বিবেচনা করবেন, এছাড়াও আমরা জেনেছি গোপালগঞ্জে নতুন ডিসি স্যার ও এসপি স্যার যোগদান করেছেন। জেলা শহরে যানজট মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নিশ্চয়ই তারা কার্যকরী পদক্ষেপ নিবেন এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন