শ্রীমঙ্গলে এহসান বিন মুজাহির নামের এক সংবাদকর্মীর উপর হামলা চেষ্টা
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজাররে শ্রীমঙ্গলে এহসান বিন মুজাহির (মো. এহসানুল হক) নামের এক সংবাদকর্মীর উপর অজ্ঞাত র্দুবৃত্তরা হামলার চেষ্ঠা করেছে। মঙ্গলবার সন্ধায় শহরের সিন্দুরখান রোড এলাকায় তার উপর হামলার চেষ্ঠা করে অজ্ঞাত র্দুবৃত্তরা।
এ ব্যাপারে ওই দিন রাতে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি হিসাবে কাজ করেন।
থানায় লিখিত অভিযোগে গণমাধ্যমর্কমী মুজাহির উল্লেখ করেন মঙ্গলবার সন্ধা সাড়ে ৫ টার দিকে নিউজ সংগ্রহের কাজে তিনি নিজ মটরসাইকেল যোগে কালিঘাট রোড থেকে ৪নং সিন্দুরখার ইউনিয়নের সাইটুলাগ্রামে যাবার পথে অজ্ঞাতনামা এক যুবক মৌলভীবাজার-ক-১৩-৬৯০৯ নম্বর প্লেইটযুক্ত মোটরসাইকলে নিয়ে তাকে পেছন থেকে তাড়া করে এবং ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের রাস্তায় তার উপর হামলার চেষ্ঠা করে। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এঅবস্থায় ওই র্দূবৃত্ত তার মোটরসাইকেল নিেিয় দ্রæতগতিতে কালিঘাট চা বাগানের দক্ণিণ দিকের রাস্তায় পালিয়ে যায়। এ ঘটনায় তিনি আতংকগ্রস্থ হয়ে পড়ছেনে।
এহসান বিন মুজাহির জানান, আল্লাহ তালার মেহেরবাণীতে তিনি সর্তক থাকায় বড় ধরণের র্দর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা শিকার করে জানান, খুব অল্প সময়ের মধ্যে বিআরটিএ অফিস থেকে মটরসাইকেলের রেজিষ্ট্রশনের নাম্বার থেকে ওই অপরাধীকে খোঁজের বের করে আইনের আওতায় নিয়ে আসবেন।