পত্নীতলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু ও শিক্ষার্থী আল নাফি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টিম.এম জিল্লুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তজ কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জান্নাত সরকার, জোবায়ের, রাসেল সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদদের স্বরণে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।