ডার্ক মোড
Tuesday, 06 May 2025
ePaper   
Logo
কেন্দ্রীয় নেতা মতিনের নির্দেশনায়  দিনমজুর কৃষকদের মাঝে খাদ্য  বিতরণ

কেন্দ্রীয় নেতা মতিনের নির্দেশনায় দিনমজুর কৃষকদের মাঝে খাদ্য বিতরণ

 

 
 
এম রেজাউল  ইসলাম নওগাঁ
 
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম  সদস্য ডাকসুর সাবেক আহবায়ক এম.এ মতিনের উদ্যোগে ধানকাটা মাড়াই করা তৃষ্ণার্থ  কৃষকদের মাঝে দলটির নেতাকর্মীরা খাবার স্যালাইন, বিস্কুট ও পানি বিতরণ করেছেন।
 
সোমবার (৫মে) সকাল থেকে দলটির নেতাকর্মীরা নওগাঁ জেলাধীন  মান্দা উপজেলার সদর ইউনিয়নে কর্মরত শ্রমজীবী দিনমজুর (ধানকাটা ও মাড়াই করা) তৃষ্ণার্থ কৃষকদের মাঝে এসব খাবার বিতরণ করেন।দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, নওগাঁ-৩৯, (মান্দা-৪) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন ভাই,  একজন ক্লীন ইমেজের নেতা,  মান্দার গণমানুষের আস্থার  প্রতীক আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে  আমরা তাকে দেখতে চাই। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচনী এলাকায় পরিচিতি লাভ করেছেন। তিনি শহীদ জিয়ার আদর্শকে লালন করে মান্দার গণমানুষের ভাগ্যের পরিবর্তনে, সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত সমাজ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা বিএনপি যুবদল শ্রমিক দল কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একযোগে সকল সেবা মূলক কাজ করে যাচ্ছি। তার নির্দেশনায় খাবার পানি, স্যালাইন ও বিস্কুট ধানকাটা ও মাড়াই করা কৃষকদের মাঝে বিতরণ করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন