
মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবীতে সোনাগাজীতে মানববন্ধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগন্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর পুনঃনির্মান দাবী ও নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের নিকট দাবী জানিয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের নদী ভাঙ্গন সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জিসাস নেতা সেলিম রেজা,ইউপি সদস্য ইলিয়াস,যুবদল নেতা জসিম,খোকন,ছাত্রদল নেতা রফিক,সৈয়দ নিজাম প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে স্কুল ও মাদরসার ছাত্রছাত্রী, শিক্ষক এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা নদী ভাঙ্গন থেকে ফসলী জমি ও মানুষের ঘরবাড়ি রক্ষায় দ্রুত সময়ে মুছাপুর রেগুলেটর নির্মাণ ও নদী ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, গত বছর ভারতের পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ব্যাপক পানির চাপে মুছাপুর রেগুলেটরটি ভেঙ্গে পড়ায় বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে বর্তমানে নদী তীরের শতশত বসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।