
কাঠালিয়া কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠন গোপাল মন্ডল সভাপতি ও তপন সম্পাদক
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রমের মন্দিরের কমিটি গঠন করা হয়েছে।
এতে গোপাল চন্দ্র মন্ডল সভাপতি ও তপন চন্দ্র হাওলাদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (২৩ জুলাই) কমিটি গঠন উপলক্ষে এক সভা কেন্দ্রীয় সেবাশ্রমে উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভুষণ দাস সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডাঃ দিলীপ চন্দ্র হাওলাদার, জেলা পরিষদের সাবেক সদস্য ও প্রধান শিক্ষক রেবা রানী মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, অধ্যাপক পবিত্র হাওলাদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন বালা, অধ্যাপক হিরন্দ্র কুমার বেপারী প্রমূখ। সভায় এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে মন্দিরের জমিদাতা গোপাল চন্দ্র মন্ডলকে সভাপতি ও সাবেক ইউপি সদস্য তপন চন্দ্র হাওলাদারকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রম মন্দিরের কমিটি গঠন করা হয়।