ডার্ক মোড
Thursday, 24 July 2025
ePaper   
Logo
চিংগড়িয়া খাল আমাদের এ শহরের হৃদপিণ্ড, এখালটি বাঁচলে আমাদের শহর বাঁচবে':এবিএম মোশাররফ

চিংগড়িয়া খাল আমাদের এ শহরের হৃদপিণ্ড, এখালটি বাঁচলে আমাদের শহর বাঁচবে':এবিএম মোশাররফ

 

 
 গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, 'কলাপাড়া পৌর শহরের অভ্যন্তরে প্রবাহমান চিংগড়িয়া খালটি আমাদের এ শহরের হৃদপিণ্ড। এটি এখন দখল-দূষণে অনেকটা মৃত প্রায়।এ খালটি বাঁচলে আমাদের এ শহর বাঁচবে, সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে শহর। কলাপাড়াকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে অচিরেই এ খালটিকে সকলে মিলে দখল ও দূষণমুক্ত করতে হবে।'-সোমবার দুপুরে কলাপাড়া পৌরসভার ২০২৫-২৬  ইংরেজি অর্থবছরের বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কলাপাড়া পৌরসভার প্রশাসক ও কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ আরও বলেন, 'শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের বাসা বাড়ি থেকে ময়লার বালতি সংগ্রহ করে পরিচ্ছন্ন কর্মীদের নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।  পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতে আমাদেরকে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। কেননা একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া উন্নয়ন সহযোগীরা অর্থ বিনিয়োগ করতে চায় না। তাই আমাদের টেকসই উন্নয়ন পরিকল্পনা যাতে বাধাগ্রস্ত  না হয় সেজন্য আমাদের নিয়মিত পৌর কর পরিশোধ করতে হবে।'
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী হুমায়ূন সিকদার বলেন, 'আওয়ামী লীগের সাবেক মেয়র এস এম রাকিবুল আহসান পৌরসভার উন্নয়ন তো দূরে থাক পৌরসভার নির্ধারিত রিকশা স্ট্যান্ডের জায়গাটি দখল করে ডিসিআর হাসিল করে বিক্রি করে ফেলেছেন। এটি উদ্ধারে আমাদের পদক্ষেপ নিতে হবে।'
 
পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক পতিত আওয়ামীলীগ  সরকারের সমালোচনা করে বলেন,' ১৮ বছর পর আজ কলাপাড়া পৌরসভার বাজেট সভায় আসার নিমন্ত্রণ পেয়েছি। আওয়ামী লীগের আমলে কোন বাজেট সভায় নাগরিক হিসেবে আমাদের ডাকা হয়নি। কারণ ফ্যাসিবাদের সময় তারা বাজেট উপস্থাপন করতো এবং নিজেরাই যথাযথ মান বজায় না রেখে টেন্ডার ভাগাভাগি করে উন্নয়ন কাজের নামে লুটপাট করতো।'
 
উপ-সহকারী প্রকৌশলী মি. শাকিলের সঞ্চালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, নাগরিক সমাজের প্রতিনিধি মিসেস নমিতা দত্ত, শিক্ষক শাহ সুজা, মামানই, সাংবাদিক গোফরান পলাশ, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন প্রমূখ। 
 
এর আগে কোন ধরনের নতুন কর আরোপ ছাড়াই ২০২৫-২৬ ইংরেজি অর্থবছরের জন্য মোট ২৫ কোটি ৯২ লক্ষ ৪৬ হাজার ৯৬০ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম। পরে এনিয়ে উন্মুক্ত আলোচনায় কথা বলেন পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের  নাগরিকরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন