
পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি পালন
পিরোজপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান । সামাজিক সংগঠন "বৃক্ষ উৎসর্গ " তাকে এই কাজে সহযোগিতা করছেন।
সোমবার (২১ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অংশ নেন বিএনপির নেতাকর্মী
এসময় বিদ্যালয় মাঠে ও রাস্তার দু’পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তিনি। বৃক্ষরোপনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুইধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন