
মাদারীপুরের কাঠালবাড়িতে যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার জব্দ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কাঠালবাড়িতে যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড।বুধবার (২৩ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে (২১ জুলাই) সোমবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে মাদারীপুরের শিবচর থানাধীন কাঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজারসহ ১ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর নৌপুলিশের নিকট হস্তান্তর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে ৯৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।