ডার্ক মোড
Friday, 25 July 2025
ePaper   
Logo
যশোরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

যশোরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

 
 
 
জেমস আব্দুর রহিম রানা, যশোর
 
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত নির্মল কুমার ও তার স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কার পূর্বে নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন।
 
ঘটনার সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নির্মল কুমার ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এবং দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন