
শনিবার লালমনিরহাটের জনসভায় বক্তব্যে রাখবেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান
মোঃ লাভলু শেখ লালমনিরহাট
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ৯ টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠের বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান। ৪ টি মাঠ প্রস্তুত প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হবে। আমীরে জামায়াতের আগমনে বৃহত্তর রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর জননেতা এ্যাডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান। ওইদিন তিনি বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এ বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখবেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, লালমনিরহাট ( আদিতমারী - কালীগঞ্জ) -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ও লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট - ( পাটগ্রাম - হাতীবান্ধা) - ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননন্দিত নেতা মোঃ আনোয়ারুল ইসলাম রাজু ও লালমনিরহাট - সদর- ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় নেতা প্রভাষক মোঃ হারুনুর রশিদ প্রমূখ। এছাড়াও সমাবেশে জেলা, উপজেলাসহ জামায়াত নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য রাখবেন ।
ওই সমাবেশে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হবে বলে জামায়াতের আমীর জানিয়েছেন। এদিকে ৪ টি মাঠ প্রস্তুত করা হয়েছে। মাঠ গুলো হচ্ছেঃ- মূল মাঠ লালমনিরহাট কালেক্টরেট মাঠ, রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ, শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও মজিদা খাতুন মহাবিদ্যালয় মাঠ। ৪ টি মাঠের মধ্যে বাংলাদেশ রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে মহিলারা থাকবেন।
শুক্রবার সকাল ১০ টায় লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আমীর এ্যাডভোকেট মোঃ আবু তাহের। তিনি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমীরে জামায়াত ডাঃশফিকুর রহমান লালমনিরহাটের বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। সংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, সাবেক আমীর প্রভাষক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহআলম , বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলম, শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন ও জামায়াত নেতা বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ রেজা প্রমূখ।