
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে দোহারে তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাহবুবুর রহমান টিপু, দোহার : দোহারে ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনবাহিনীর ও ইহুদী সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ এপ্রিল) জু’ম্মার নামাজের পর উপজেলার মুকসুদপুর পদ্মা কলেজ মোড় থেকে সর্বস্তরের তাওহিদী জনতার অংশগ্রহণে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজক ছিলেন হেফাজত ইসলামের ঢাকা জেলা দক্ষিণের সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোহার শাখার যুগ্ন আহবায়ক মো.বিল্লাল হোসেন। প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বর্বরতা শুধু মুসলমান হিসাবে নয়, বাংলাদেশের সব মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কেউ এ গণহত্যা সমর্থন করে না। যে শিশুটি মারা যাচ্ছে তার কী দোষ, তার কি অপরাধ! বক্তরা আরো বলেন, ইসরাইলি সেনাবাহিনী নারী শিশু আবাল বৃদ্ধ বনিতাসহ সবাইকে নির্বিচারে হত্যা করছে। ছোট ছোট শিশুরা জানে না কি তাদের অপরাধ! মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ এ গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। গণহত্যা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ইসরাইলও পারবে না। অনুষ্ঠতব্য বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, হেফাজত ইসলাম ঢাকা জেলা দক্ষিণের সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার যুগ্ন আহবায়ক মো.বিল্লাল হোসেন, মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মো.নুরুল ইসলাম, উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মুকসুদপুর ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি আব্দুর রহিম, মাওলানা মতিউর রহমান, মাওলানা জুবায়ের আহমেদ সাকী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলার সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা। বিক্ষোভ মিছিলটি সাইনপুকুর চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুকসুদপুর পদ্মা কলেজ মাঠে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এ সময়ে সমাবেশ থেকে বক্তারা সকলের উদ্দেশ্যে ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন