ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ ৭ কিলোমিটার যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ ৭ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ (দক্ষিন)প্রতিনিধি
 
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে প্রায় ৭কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সকাল আটটার দিকে রডবাহি ওই যানটি মহাসড়ক হতে সড়িয়ে নিলেও সকাল নয়টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। দীর্ঘক্ষণ যানজটের কারণে দিনভর ধীরগতিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল করে। এতে ভোগান্তিতে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা। গতকাল শুক্রবার ভোর থেকে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।
জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনা কবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে সময় লাগায় সড়কে এ যানজটের সৃষ্টি হয়। পরে রডবাহী ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হয়ে আসে। কিন্তু যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।
কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন জানান, সকাল ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তিনি। কিন্তু আলীপুরা এলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে জানান তিনি।
ইমরান হোসেন নামে এক বাসের যাত্রী বলেন, আমি দরি বাউশিয়া থেকে সকাল ৬টায় বাসে উঠেছেন। দুই ঘন্টা হলো বাস একই যায়গায় আছে। ৩৫ কিলোমিটার মহাসড়ক ৩৫মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকে পড়ে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন