ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে, ইউ কে হিউম্যান রাইটস ইন্টারইন্টারন্যাশনাল এর প্রতিবাদ সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে, ইউ কে হিউম্যান রাইটস ইন্টারইন্টারন্যাশনাল এর প্রতিবাদ সমাবেশ


"সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরদ্ধে মিথ্যা মামলার  প্রতিবাদে,  ইউ কে হিউম্যান রাইটস ইন্টারইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত,

 

 

এইচ  এস  রাজিব, 

 

ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে 

সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ  রাজনৈতিক , সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী  সাংস্কৃতিককর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষের বিরদ্ধে মিথ্যা মামলার  প্রতিবাদে, পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে ১৬ ই এপ্রিল  বুধবার এক বিরাট বিক্ষোভ  সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। 

 

ইউ কে হিউম্যান্স রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায়  অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভার শুরুতেই স্বাগত বক্তব্যে

বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী সুদখোর ডক্টর ইউনুস ও তার সহযোগীরা অবৈধ ভাবে শত শত পুলিশও মানুষ হত্যার মাধ্যমে মেটিকুলাসলি 

ডিজাইন এর মাধ্যমে  ক্ষমতা  দখল করে  আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে সাবেক  প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে  মিথ্যা ও ভুয়া মামলা দায়ের করেছে বলে উল্লেখ করে  ইউকে হিউম্যানস রাইটস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী  অবৈধ ইউনুস সরকার এর পদত্যাগের  জোর দাবি জানান। 

বৃটেনের  বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক লোকের  উপস্থিতিতে উক্ত প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন আতাউর রহমান মোজাহিদ, আনসার আহমদ উল্লাহ, মিফাতুল নুর, মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাহেদ রহমান, দিলদার আলী, তানভীর খান, শ্রাবন্তী,সৈয়দ ছরুক আলী, মাহমুদ আলী, জুবায়ের আহমদ, মামুন কবির চৌধুরী, সিরাজ মাষ্টার, আবু লেইছ, আব্দুস সালাম,ও সোয়েজ আহমদ সহ  প্রমুখ নেতৃবৃন্দ। 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন