ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
ফ্যাসিবাদ আমলে জামায়াতের উপর ইতিহাসের  নিকৃষ্টতম নির্যাতন হয়েছে  : জামায়াত আমীর এসএম আবদুচ ছালাম আজাদ

ফ্যাসিবাদ আমলে জামায়াতের উপর ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন হয়েছে : জামায়াত আমীর এসএম আবদুচ ছালাম আজাদ

 

সোহেল কান্তি নাথ, বান্দরবান, 
বিগত ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে জামায়াতের উপর ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন হয়েছে। নেতাকর্মীদের মাঠে নামতে দেয়নি। বিভিন্ন গায়েবী মামলা দিয়ে বছরের পর বছর বিনা চিকিৎসায় কারাগারে বন্দী করে রাখা হয়েছিল অনেক নেতাকর্মীদের। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবে কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বান্দরবান জেলা জামায়াত আমীর এসএম আবদুচ ছালাম আজাদ। এসময় তিনি বলেন, বিনা অপরাধে জামায়াতের প্রথমসারীর অনেক নেতাদের ফাঁসি দেয়া হয়েছে। আমাদেরকে গোপনে প্রোগ্রাম করতে হয়েছে। তখনও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বান্দরবান সফর করেছেন, তবে গোপনে। কিন্তু ৫ আগস্টের পর ছাত্রজনতা দেশের মানুষের জন্য মুক্ত স্বাধীনতা এনে দিয়েছে। তিনি আরও বলেন, সূচনালগ্ন থেকে এ পর্যন্ত জামায়াত একই ধারার রাজনৈতিক করে আসছে। আগামী কালকের ঐতিহাসিক রাজার মাঠে জামায়াতের কর্মী সমাবেশ স্বরণীয় হবে প্রত্যাশা এই নেতার। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সংসদ নিবার্চনে জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম, সেক্রেটারী মাওলানা আব্দুল আওয়ালসহ জামায়াতের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর এই প্রথমবারের মতো পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে সমাবেশ করছে জেলা জামায়াতে ইসলামী। আগামীকাল কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি থাকছেন কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারী সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কর্মী ও সুধী সমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে প্রচারণায় নেমেছে দলটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন