
জয়পুরহাটে বিএনপি নেতার ফয়সল আলিমের বিরামহীন গণসংযোগ ও পথসভা
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল , জয়পুরহাট
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪-থেকে রাত এগারোটা পযন্ত তিনি মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই বাজার, সরাইল বাজার, মোলাম বাজার ও নন্দিগ্রাম বাজারে এ কর্মসূচি পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন।
পথসভায় বক্তৃতাকালে ফয়সল আলিম বলেন, "তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।" তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা ও দেশের অর্থনীতি পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নেবে।
দিনব্যাপী এসব কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে বলে জানান স্থানীয় নেতারা।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন