
বান্দরবানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
সোহেল কান্তি নাথ, বান্দরবান
"আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধীমত্তার সার্থক প্রয়োগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস । এ উপলক্ষে শনিবার (৯ আগষ্ট) সকালে জেলা শহরের স্থানীয় রাজমাঠে আয়োজন করা হয় গণসংগীত ও আলোচনা সভা। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী জনগোষ্ঠীর তরুন-তরুনী, নর-নারীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অনুষ্ঠান স্থলে এসে জড়ো হয়ে গনসংগীত অনুষ্ঠানে অংশ নেয়। এসময় বান্দরবান আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মং উষাথোয়াই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম'সহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্ধরা ।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ধারাসমুহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্চেদসহ আদিবাসীদের শিক্ষা, ভুমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আদিবাসী তরুন-তরুনী ও নর-নারীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।