ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আরজেএফ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আরজেএফ

 নিজ্বস প্রতিনিধি 


গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আসামীদের ফাঁসির দাবি ও তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে আরজেএফ।
১১ আগস্ট সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে নাগরিক শোক সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, নিউজ এডিটর গিল্ডস এর সভাপতি বাদল চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মোঃ মতিউরি রহমান সরদার, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান কবি জামান ভূঁইয়া, মোঃ নাসিম খান, আরজেএফ’র যুগ্ম মহাসচিব চৌধুরী মঞ্জুর রাহী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, ঢাকা মহানগর আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা আরজেএফ’র সহ-সভাপতি মনিকা বেগম, ঢাকা জেলা আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ফারুক, দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার আজিম মিয়া। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, মহিলা সম্পাদিকা উর্মী রহমান, সাধারণ পরিষদ সদস্য মঞ্জিলা চৌধুরী আশা, ভারপ্রাপ্ত অর্থ সচিব মনোয়ারা খানম, সাবেক সহ-দপ্তর সম্পাদক আজিজুন নাহার, কবি এম মনিরুল ইসলাম, বীমা কর্মী ও সংগঠক আব্দুল আলীম প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন