
জেলা প্রশাসকের আশ্বাসে তুলে নিলেন অবরোধ দাবি পূরণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
পাবনা প্রতিনিধি:
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা টার্মিনাল গোল চত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে পাবনা থেকে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্ত্বরে পৌঁছায়। এ সময় তারা বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভ কারীরা সড়কে ফুটবল খেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
অবরোধের কারণে সড়কে রাস্তার উভয় প্রান্তে কয়েক কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারিতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল এবং উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনো টেকনোলজি হতে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে। বিক্ষোভকারীদের পাবনা সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দফায় দফায় অনুরোধ জানালেও তারা অবরোধ প্রত্যাহার করেনি। প্রায় আড়াই ঘন্টা পর বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসক মফিজুল ইসলামের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দাবি পূরণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় তারা।
পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও তারা একই দাবিতে অবরোধ করেছিল, আজও করেছে। আমরা ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে নিরাপত্তার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা অবরোধ প্রত্যাহারে রাজি হয়নি। পড়ে জেলা প্রশাসক মহোদয়ের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন