‘সিসিটিভিতে অন্য কেউ’- বললেন সাইফ হামলায় অভিযুক্তের বাবা
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে। মূলত সিসিটিভি ফুটেজ দেখে ও চেহারা চিহ্নিত করেই অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, শেহজাদ ছিলেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। সাইফের বাড়িতে শেহজাদই হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ নাকি এমনও তথ্য পেয়েছে যা প্রমাণ করে, সেদিন রাতে শেহজাদই হামলা চালিয়েছিল।
কিন্তু অভিযুক্তের পরিবার দাবি করছে, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শেহজাদ নন। সাইফ আলি খানের বাড়িতে হামলাকারী হিসেবে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শেহজাদের বাবা রুহুল আমিন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এই দাবি তোলেন। রুহুল আমিন বলেছেন, সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার চুল অনেক বড়। আর আমার ছেলে বরাবর ছোট চুল রাখে। অনেকটা সেনা সদস্যদের মতো। রুহুল আমিন বলেছেন, তার সন্তান এই হামলায় জড়িত নয়।
আটক শেহজাদের ওপর এখনও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, সাইফের বাড়ি থেকে যেই আগন্তকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটা শেহজাদের সঙ্গে পুরোপুরি মিলে যায়। এমনকি তার কাছ থেকে বাংলাদেশের নথিও উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।