ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানাল হেফাজতে ইসলাম

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানাল হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাক দেওয়া ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম। দলটির নেতা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী রোববার (৪ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এতে তিনি বলেছেন, “আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার একদফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।”

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।”

এদিকে প্রথমে কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলেও এটি এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে তাদের। কাল সোমবার তারা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিতে সারাদেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন