২৮ ডিসেম্বর খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানটি সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম পুনর্মিলনী উদযাপন পর্ষদের সদস্য সচিব রেজাউল করিম বাবলা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে। এ ছাড়া রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, শ্রদ্ধাভাজন সাবেক প্রধান শিক্ষক মু. ফয়জর আলী মিয়া এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. করম আলী খান-কে 'বিশেষ সম্মাননা স্মারক' প্রদান, ২১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে 'শিক্ষাগুরু সম্মাননা' প্রদান, ১২ জন কৃতি শিক্ষার্থীকে 'আমাদের গৌরব সম্মাননা' প্রদান করা হবে। এ ছাড়া রয়েছে প্রথম পুনর্মিলনী স্মারক বৃক্ষ রোপন, স্মৃতিচারণ অনুষ্ঠান, অ্যালামনাই গঠন, ফানুস উৎসব, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা। আমন্ত্রিত খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহনে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। সবশেষে 'র্যাফেল ড্র' লটারীর মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হবে। এছাড়া স্থানীয় প্রশাসন, গণমাণ্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থীদের সকলের অংশগ্রহনে প্রথম পুনর্মিলনী 'ইতিহাস' হয়ে থাকবে।
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামরুজ্জামান মনির, যুগ্ম সদস্য সচিব নেছারউদ্দিন আহমেদ টিপু, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান, উপহার উপ-কমিটির আহবায়ক মো. ইয়াকুব খান উপস্থিত ছিলেন।