ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিইউএইচএস-এর প্রথম সমাবর্তন

২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিইউএইচএস-এর প্রথম সমাবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর প্রথম সমাবর্তন আগামী ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন কর্তৃক অর্পিত ক্ষমতাবলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গ্লোবাল হেলথ এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক এন্থনি কসটেলা সমাবর্তন বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন।

বিইউএইচএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে আটটার সময় প্রসেশনের মাধ্যমে শুরু হয়ে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার কন্ট্রোলার ও প্রোক্টরসহ শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিইউএইচএস-এর প্রায় ছয় শতাধিক অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, বাডাস ন্যাশনাল কাউন্সিলের সদস্য বৃন্দ, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ সহ পাঁচ শতাধিক অতিথি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম স্বাস্থ্য খাতে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউএইচএস-এর সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন