ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
হংকংয়ে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ ও বাংলাদেশি নারী কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের নিয়ে সেমিনার

হংকংয়ে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ ও বাংলাদেশি নারী কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের নিয়ে সেমিনার

কূটনৈতিক প্রতিবেদক

হংকংয়ে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ ও বাংলাদেশি নারী কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে “Exploring Opportunities for Recruiting More Domestic Helpers from Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকংয়ে বাংলাদেশি নারী কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, কর্মীদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা-এঁর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে হংকং লেবার ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হংকংস্থ অন্তত ৪০টি স্বনামধন্য এমপ্লয়মেন্ট এজেন্সি, এমপ্লয়মেন্ট এজেন্সিসমূহের এসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট নিয়োগকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ হতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েসেল (BOESL) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ বোয়েসল এর অন্যান্য কর্মকর্তা, বি.এম.ই.টি এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন, বাংলাদেশস্থ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সত্ত¡াধিকারী, সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ এবং ইন্সট্রাক্টরবৃন্দ অনলাইনে (ভার্চুয়াল মাধ্যমে) সংযুক্ত ছিলেন।

বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বোয়েসেলকে সংযুক্ত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগের বিষয়ে কতিপয় সমস্যা ও তার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদানপূর্বক হংকং এ অধিক সংখ্যক কর্মী নিয়োগে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

কনসাল জেনারেল তার স্বাগত বক্তব্যে লেবার ডিপার্টমেন্টের সেক্রেটারীসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তার সভার কথা উল্লেখপূর্বক হংকং সরকারের বাংলাদেশি নারী কর্মীদের কর্মসংস্থানের বিষয়ে আগ্রহ প্রকাশের কথা তুলে ধরেন। তিনি এ বিষয়ে কনস্যুলেট কর্তৃক গৃহীত পদক্ষেপের কথাও উল্লেখ করেন। পাশাপাশি বিএমইটি (BMET) এর সাথে এসোসিয়েশন অব বাংলাদেশ এমপ্লয়মেন্ট এজেন্সি (এইচকে) এর চুক্তি অনুযায়ী আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগে এমপ্লয়মেন্ট এজেন্সিসমূহকে অগ্রণী ভূমিকা পালনে অনুরোধ করেন। নিয়োগকর্তার চাহিদা মোতাবেক প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণের জন্য হংকং লেবার ডিপার্টমেন্টের সহযোগিতাও কামনা করেন।

এ সেমিনারে বাংলাদেশ হতে হংকং-এ অধিক সংখ্যক নারী কর্মী নিয়োগের বিষয়ে হংকং সরকারের আগ্রহের বিষয়টি অবহিত করে বাংলাদেশি নারী কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা এবং বাংলাদেশে বিদ্যমান প্রশিক্ষণ কেন্দ্রসমূহে চলমান প্রশিক্ষণের গুনগতমান তুলে ধরে হংকংস্থ এমপ্লয়মেন্ট এজেন্সিসমূহকে বাংলাদেশ হতে অধিক সংখ্যক কর্মী নিয়োগের আহবান করা হয়। অনেক নিয়োগকারী প্রতিষ্ঠান হংকং-এ কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের প্রশংসা করে অন্যান্য নিয়োগকর্তাদের ও উদ্বুদ্ধ করেন।

পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তা চিহ্নিতকরণ এবং উত্তোরণের লক্ষ্যে হংকংস্থ এমপ্লয়মেন্ট এজেন্সি এবং বাংলাদেশস্থ রিক্রুটিং এজেন্সিসমূহ উভয়েই তাদের মতামত প্রদান করেন। এছাড়া হংকংস্থ আগ্রহী নতুন এজেন্সিসমূহের সামনে অনলাইনে বাংলাদেশস্থ ট্রেনিং সেন্টারের পরিবেশ ও ট্রেনিং পদ্ধতি সরাসরি উপস্থাপনা করা হয়। এসময় হংকংস্থ এজেন্সিসমূহ কর্মীদের ভাষাগতদক্ষতা ও পেশাদারিত্বের বিষয়ে নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী চাহিত যোগ্যতার বিষয়াবলীও উল্লেখ করেন।

সেমিনারে অংশগ্রহণকৃত নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের জনবল, তাদের দক্ষতা ও প্রশিক্ষণ সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট শ্রম কল্যাণ উইং এর সাথে যোগযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে অবহিত করেন। এছাড়া হংকং-এ বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের আগ্রহ বৃদ্ধিতে বাংলাদেশে জব ফেয়ার আয়োজন, প্রচার প্রচারণা বৃদ্ধি, ক্যান্টনিজের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতাসহ প্রশিক্ষণ জোরদার করা ইত্যাদি বিভিন্ন মতামত ও পরামর্শ আলোচনা করা হয়।

অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এজেন্সিসমূহ একদিকে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন, অপরদিকে বাংলাদেশ হতে কর্মী নিয়োগে কনস্যুলেট হতেও সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। আগত অতিথিবৃন্দ কনস্যুলেট কর্তৃক সেমিনার আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন