ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
সোনাইমুড়ীর পালপাড়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক সাঃ সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ীর পালপাড়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক সাঃ সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীর পালপাড়া হাজী ছায়েদুর রহমান নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার নব-নির্মিত অযুখানা, রান্নাঘর উদ্বোধন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা মাঠে আয়োজিত হাজী সাইদুর রহমান নূরানী ও হাফেজী মাদ্রাসার অজুখানা ও রান্নাঘর নির্মাণ করতে তিন লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয় হয়েছে। মরহুম মোহাম্মদ উল্লাহ খানের সন্তান আমেরিকান প্রবাসী মোহাম্মদ নূর আলমের অর্থায়নে এ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম কাজল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টু।

আল ফালাহ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ নুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, মাদ্রাসার সেক্রেটারী মোঃ মোজাম্মেল হক, মুহতামিম মোঃ মোবারক হোসেন, ধন্যপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, আমানত উল্যাহ পারভেজ, মোঃ অহিদুর রহমান, নুর হোসেন।

অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠে তেলাওয়াতে কোরআন ও হাদিস শরীফ পরিবেশন এবং আরবি বাংলা ইংরেজি ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী দেখে অতিথিবৃন্দ মুগ্ধ হন। আল্লাহ তা-আলার দরবারে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক সভা সম্পন্ন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন