মোরেলগঞ্জে কিশোর-কিশোরীদের সংবেদনশীল স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কিশোর-কিশোরীদের সংবেদনশীল স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান তারেকের সভাপতিত্বে,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. শামসুদ্দীন মোল্লা, ক্লিনিকাল কনসালট্যান্ট এর সহকারী পরিচালক ডা. বি এম দিন মোহাম্মদ, এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, পাশাপাশি ইমাম, পুরোহিত, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই কর্মশালার মাধ্যমে কিশোর-কিশোরীদের সংবেদনশীল স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।