পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় হাসিনাকে বসাতে পারবে না
বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না। ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে দেশকে স্বাধীন ও মুক্ত করেছে। বৃহস্পতিবার রাতে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন দক্ষিণ শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছরের নয়, বিগত ৫৩ বছরে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ সঠিকভাবে দেশ পরিচালনা করেনি, সবাই নিজেদের জন্য ধান্দা ও লুটেপুটে খেয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। মাওলানা গাজী আতাউর বলেন, ১৯৭১ সালের পর থেকে যারাই ক্ষমতায় ছিল সবাই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ও বিরোধী দলকে দমন করার জন্য রাষ্ট্রশাসন করেছে। আন্তরিকভাবে কেউ কাজ করেনি। বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছেন কেন? নির্বাচন না হলে কি দেশটা বঙ্গোপসাগরে তলিয়ে যাবে? টকশোতে গিয়ে বিএনপি’র এক বড় নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আমি নির্বাচন নিয়ে তাড়া কেন জানতে চাইলে উত্তরে তিনি বললেন দেশের স্বাধীনতার রক্ষার জন্য ও প্রতিবেশী রাষ্ট্র থেকে দেশকে রক্ষার জন্য আমরা দ্রুত নির্বাচন দাবি করছি। প্রতিবেশী রাষ্ট্র যেন আবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে এদেশের ক্ষমতায় বসাতে না পারে। তিনি বলেন, আমি ওই বিএনপি নেতাকে বলেছি, এত বড় সাহস তারা কখনো পাবে না এবং কখনো সফলও হবে না। ফ্যাসিস্ট হাসিনাকে তারা এদেশে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। জেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্যে দেন, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ। পরে সম্মেলনে মো. ওলি উল্যাকে নোয়াখালী জেলা ছাত্র আন্দোলন দক্ষিণের সভাপতি ও সাইফুল ইসলামকে সহ-সভাপতি এবং জাবের আল মারুফকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।