ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’র উদ্যোগে তারুণ্যের উৎসব

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’র উদ্যোগে তারুণ্যের উৎসব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে ১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যা নগর ভবন হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমখানাস্থ নগর পার্কে যেয়ে শেষ হয়।

পরবর্তীতে নগর পার্কে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মোঃ নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, প্রধান সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, সহকারী সচিব ইশরাত জাকিয়া, মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, পি এস টু প্রশাসক (সম্পত্তি কর্মকর্তা) মোঃ আতিকুর রহমান ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ আলমগীর হিরন।

শোভাযাত্রা ও মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে নগর যুব কাউন্সিল, নগর স্বেচ্ছাসেবক, বিডি ক্লিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সিডিসি’র প্রতিনিধি সহ নগরীর বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করে।

তারুণ্যের উৎসব কার্যক্রমের আওতায় কর্মশালা, সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ কর্মসূচি আগামি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

এই উৎসবের মাধ্যমে দেশের তরুণ সমাজকে সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ও খেলাধুলায় আরও সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে যা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন