ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
বামনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

বামনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলার বামনা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবসে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় বামনা উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে র‌্যালিটি শেষ হয়।

উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব এর সভাপতিত্বে তার স্বাগত বক্তব্য শেষে মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, বামনা থানা অফিসার ইন চার্জ মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা জামায়েত ইসলামের সাবেক আমীর মোঃ হারুন অর রশিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, জুলাই-আগষ্ট বিপ্লবের অগ্নিকন্যা সাকিরা, উপজেলা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়নে এবং নিরাপত্তায় সমাজসেবার পাশাপাশি পরিবারের ও সমাজের সচেতন লোকজনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের জনবল বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আলোচনা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে চেক, ঔষধ সামগ্রী ও প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন