ডার্ক মোড
Wednesday, 01 May 2024
ePaper   
Logo
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে মাছ ধরার পাশ নিয়ে হরিণ শিকার করে লোকালয়ে আনার সময় হাতেনাতে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশনর কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের ছোটকলাগাছিয়া নদী সংলগ্ন পশুরতলা নামকস্থান হতে ৩০ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা, ফাঁদ, মাছ ধরার পাশ (পারমিট) ও ১টি নৌকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। তবে, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে ৩জন শিকারী দ্রæত সুন্দরবনে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া তিন শিকারী হলো-উপজেলার ৯নং সোরা গ্রামের কাদের খানের ছেলে ইউনুছ আলী, কেরামত গাজীর ছেলে আলাউদ্দীন ও জিয়াদ গাজীর ছেলে শাহাদাত হোসেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে মাছ ধরার পাশ নিয়ে হরিণ শিকারের খবর গোপনে জানতে পেরে বনকর্মীরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করে। এসময় ওই তিন শিকারী সুন্দরবনে পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন